ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
গাজায় হামলা জোরদার, মৃ-ত্যু ও বাস্তুচ্যুতি বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের ধারাবাহিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে কেবল গাজা নগরীতেই নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। এছাড়া, রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও ১১ জন। এই মর্মান্তিক তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, রোববার (৩১ আগস্ট)।
ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শত শত ফিলিস্তিনি। হাতে গোনা সামান্য মালপত্র নিয়ে ট্রাক, ভ্যান বা গাধার গাড়িতে চড়ে তারা নিরুদ্দেশ যাত্রা শুরু করছেন।
দেইর আল-বালাহর কাছে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমাংশে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলছেন বহু পরিবার। তাদের অনেকেই ইতিপূর্বেও একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।
৫০ বছর বয়সি মোহাম্মদ মারুফ জানান, তার পরিবার নয় সদস্য নিয়ে উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছে। তিনি বলেন, "আমরা রাস্তায় পড়ে আছি। কুকুরের থেকেও খারাপ অবস্থায় রয়েছি।"
আরেক বাস্তুচ্যুত ব্যক্তি, মোহাম্মদ আবু ওয়ারদা জানিয়েছেন, তিনি জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন, কিন্তু কোথায় আশ্রয় পাবেন জানেন না। চারদিকে ইসরায়েলি হামলার আতঙ্ক, আর নিরাপদ জায়গার কোনো চিহ্ন নেই।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা প্রকাশ করে বলেছে, গাজা নগরীতে ইসরায়েলের চলমান অভিযান শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আগস্টের শুরু থেকেই ইসরায়েল এই এলাকায় আগ্রাসন জোরদার করেছে। গত ২৯ আগস্ট, ইসরায়েল ঘোষণা দেয় যে তারা গাজা নগরীর দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং অঞ্চলটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদের তথ্য অনুযায়ী, গাজা শহরজুড়ে হামলা অব্যাহত রয়েছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টারসহ মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দারুণ দুর্ভিক্ষ, অনাহার ও পানিশূন্যতার মধ্যে দিন কাটাচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার কোনো ধরনের সাময়িক বিরতির ইঙ্গিতও দেয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৬৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে।
এই ক্রমবর্ধমান সহিংসতা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করলেও বাস্তবতার মাটিতে তা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি