ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
গাজায় হামলা জোরদার, মৃ-ত্যু ও বাস্তুচ্যুতি বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের ধারাবাহিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে কেবল গাজা নগরীতেই নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। এছাড়া, রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও ১১ জন। এই মর্মান্তিক তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, রোববার (৩১ আগস্ট)।
ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শত শত ফিলিস্তিনি। হাতে গোনা সামান্য মালপত্র নিয়ে ট্রাক, ভ্যান বা গাধার গাড়িতে চড়ে তারা নিরুদ্দেশ যাত্রা শুরু করছেন।
দেইর আল-বালাহর কাছে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমাংশে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলছেন বহু পরিবার। তাদের অনেকেই ইতিপূর্বেও একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।
৫০ বছর বয়সি মোহাম্মদ মারুফ জানান, তার পরিবার নয় সদস্য নিয়ে উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছে। তিনি বলেন, "আমরা রাস্তায় পড়ে আছি। কুকুরের থেকেও খারাপ অবস্থায় রয়েছি।"
আরেক বাস্তুচ্যুত ব্যক্তি, মোহাম্মদ আবু ওয়ারদা জানিয়েছেন, তিনি জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন, কিন্তু কোথায় আশ্রয় পাবেন জানেন না। চারদিকে ইসরায়েলি হামলার আতঙ্ক, আর নিরাপদ জায়গার কোনো চিহ্ন নেই।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা প্রকাশ করে বলেছে, গাজা নগরীতে ইসরায়েলের চলমান অভিযান শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আগস্টের শুরু থেকেই ইসরায়েল এই এলাকায় আগ্রাসন জোরদার করেছে। গত ২৯ আগস্ট, ইসরায়েল ঘোষণা দেয় যে তারা গাজা নগরীর দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং অঞ্চলটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদের তথ্য অনুযায়ী, গাজা শহরজুড়ে হামলা অব্যাহত রয়েছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টারসহ মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দারুণ দুর্ভিক্ষ, অনাহার ও পানিশূন্যতার মধ্যে দিন কাটাচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার কোনো ধরনের সাময়িক বিরতির ইঙ্গিতও দেয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৬৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে।
এই ক্রমবর্ধমান সহিংসতা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করলেও বাস্তবতার মাটিতে তা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট