ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
এমবাপের জোড়া গোল বাতিলের দিনেও রিয়ালের জয়
তিন গোল বাতিল হওয়ার পরও রিয়াল মাদ্রিদ গতকাল রাতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। যদিও রিয়াল তারকা কিলিয়ান এমবাপের দুটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে, যা তাকে হতাশ করেছে। ম্যাচ শেষে তিনি ভিএআরে দেখানো অফসাইডের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামের স্টোরিতেও পোস্ট করেছেন। ভিনিসিয়ুস জুনিয়র ও আর্দা গুলারের গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে রিয়াল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে, রিয়াল মাদ্রিদ ১৮ মিনিটেই প্রথম পিছিয়ে পড়ে। মায়োর্কার স্ট্রাইকার মুরিকি কর্নার থেকে আসা বলে হেড দিতে গেলে সেটি তার পিঠে লেগে গোললাইন অতিক্রম করে, ফলে মায়োর্কা লিড নেয়। এর আগে, ম্যাচের শুরুতেই এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
৫৯ শতাংশ বল দখলে রেখে রিয়াল মাদ্রিদ ১৭টি শট নেয়, যার মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। বিপরীতে, সফরকারী মায়োর্কা ৯টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পেরেছিল।
ম্যাচের চতুর্থ মিনিটেই রিয়ালের ফরাসি মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি প্রথম শট নেন, কিন্তু সেটি বক্সের বাইরে থেকে নেওয়া শটটি বেশ ওপর দিয়ে যায়। ৩০ মিনিটের পর চুয়ামেনির একটি শট প্রতিপক্ষ গোলরক্ষক হাতে নিয়েও ফসকে ফেলেন, তবে পরক্ষণেই তিনি বল নিয়ন্ত্রণে নেন।
৩৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান তুর্কি প্রতিভা গুলার। বক্সে আলভারো কারেরাসের ক্রস ডিন হুইজসেনের হেডে গোলবারের সামনে থাকা এই মিডফিল্ডারের সামনে এলে তিনি অনায়াসে দ্বিতীয় হেডে জালে জড়ান। এরপর লস ব্লাঙ্কোসরা লিড পেতেও সময় নেয়নি। এক মিনিট পর ভিনিসিয়ুস বল ধরে কিছুটা এগিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।
বিরতির আগে এমবাপে আরও একটি গোল পেয়েছিলেন, কিন্তু এবারও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৫৫ মিনিটে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার বল জালে জড়ান গুলার, কিন্তু ভিএআর দেখে সেটি হ্যান্ডবলের কারণে বাতিল করে দেয়। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর শট মায়োর্কা গোলরক্ষক পা দিয়ে ঠেকানোর পর ক্লিয়ারের চেষ্টায় গুলারের গায়ে মারেন আরেক ডিফেন্ডার, যা বুকে জড়ো করে রাখা গুলারের হাতে লাগে। ৬৭ মিনিটের মাথায় রিয়ালকে বড় বাঁচা বাঁচালেন কারেরাস। প্রায় গোলবারে ঢুকতে যাওয়া জোরালো শট তিনি ক্ষিপ্রতার সঙ্গে পা বাড়িয়ে ঠেকিয়েছেন।
শেষদিকে এমবাপের আরেকটি শট মায়োর্কার রক্ষণ দেয়ালে প্রতিহত হয়, ফলে দল জিতলেও তার চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট। এ নিয়ে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জিতে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে রিয়াল। দেরিতে মৌসুম শুরু করেও তারা এই মুহূর্তে সবার চেয়ে বেশি ম্যাচ খেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে