ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ট্রাম্প মারা গেছেন, ভাইরাল এক্সে
.jpg)
গত কয়েক দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ট্রেন্ডিংয়ে রয়েছেন। তবে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, শুল্ক ঘোষণা বা অস্বাভাবিক মন্তব্যের কারণে নয়, বরং ‘ট্রাম্প মৃত’ (Trump Is Dead) এই বাক্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অনেকে এর সত্যতা যাচাইয়ের জন্য মরিয়া হয়ে পোস্ট করছেন। এর ফলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।
এই গুজবটি মার্কিন প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থা বা সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও দ্য সিম্পসনসের নির্মাতা ম্যাট গ্রোনিংয়ের মন্তব্যের সঙ্গে সম্পর্কিত কিনা, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।
গত ২৭ আগস্ট ইউএসএ টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ম্যাট গ্রোনিং জেডি ভ্যান্সের কাছে জানতে চান, অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের ভূমিকা নিতে প্রস্তুত কিনা? জবাবে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ ও উদ্যমী উল্লেখ করে ভ্যান্স বলেন, “অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।” ভ্যান্সের এই মন্তব্যের পর থেকেই ‘ট্রাম্প মৃত’ বাক্যটি এক্সে ট্রেন্ডিংয়ে পরিণত হয়।
ভ্যান্স ইউএসএ টুডে-কে আরও বলেন, ট্রাম্প রাতের বেলা ফোন কল করা শেষ ব্যক্তি এবং সকালে উঠে প্রথম ব্যক্তি হিসেবেও তিনি ফোন কল করা শুরু করেন। তিনি বলেন, “হ্যাঁ, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সুস্থ আছেন, তার মেয়াদ শেষ করবেন এবং আমেরিকান জনগণের জন্য মহান কাজ করবেন।” তিনি আরও যোগ করেন, “আর সৃষ্টিকর্তা না করুক, যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, তাহলে গত ২০০ দিনে যা অভিজ্ঞতা পেয়েছি, তার চেয়ে ভালো প্রশিক্ষণ আমি কল্পনাও করতে পারি না।”
ভ্যান্সের এই মন্তব্য, যা ট্রাম্পের উত্তরাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট, তার ফলেই ‘ট্রাম্প মৃত’ বাক্যটি এক্সের ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের খবর দেশটির গণমাধ্যমে দেখা গেছে।
গত জুলাইয়ে হোয়াইট হাউস নিশ্চিত করে যে ডোনাল্ড ট্রাম্প ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত, যার কারণে শিরায় রক্ত জমাট বেঁধে পা ফুলে যায়। এই সরকারি ঘোষণার আগেই ট্রাম্পের ফোলা পায়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।
এছাড়া, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প অন্তত দু’বার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন, তবে অল্পের জন্য বেঁচে যান।
মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর এই ধরনের ভুয়া খবর অনলাইনে ভাইরাল হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সেই সময় হ্যাকার একটি ভুয়া বার্তা পোস্ট করে দাবি করেন যে তার বাবা ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে তার মৃত্যুর খবরকে ভুয়া বলে নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে