ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফোনালাপ ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৯ ১৬:১৭:৩৮
ফোনালাপ ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হওয়ার পর থেকেই তিনি সমালোচিত হচ্ছিলেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) আদালতের আদেশে তাকে সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এর আগে, ১ জুলাই তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করা হয়েছিল।

২০২৪ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন পেতোংতার্ন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তাকে পদ হারাতে হলো। তিনি থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।

ফাঁস হওয়া সেই ফোনালাপে পেতোংতার্নকে হুন সেনকে ‘আঙ্কেল’ বলতে শোনা যায়। সেই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, থাই সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। ১৫ জুনের ওই ফোনালাপে তিনি হুন সেনকে আরও বলেন, “যদি আপনার কিছু প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমি বিষয়টি দেখব।”

এই ফোনালাপ ফাঁস হওয়ার সময় দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং থাইল্যান্ডের মানুষের মধ্যে তীব্র জাতীয়তাবাদ দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে এই ফোনালাপ সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধী দলগুলো অভিযোগ করে, পেতোংতার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থ বিসর্জন দিচ্ছেন।

ব্যাপক সমালোচনার মুখে তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে তিনি ওইভাবে কথা বলেছিলেন। তবে তার এই ব্যাখ্যা আদালত গ্রহণ করেনি এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত