ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

১৯৭১ সালের জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ২২:৫১:৩৪
১৯৭১ সালের জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য বাংলাদেশ পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া-সহ দুই দেশের অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছে।

রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের পাকিস্তানি গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা, সম্পদের বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বৈদেশিক সহায়তা হস্তান্তর এবং আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ দীর্ঘদিন অমীমাংসিত থাকা ঐতিহাসিক বিষয়গুলোর দ্রুত সমাধান দাবি করেছে বাংলাদেশ। এসব উদ্যোগ বাংলাদেশের স্থায়ী ও দূরদর্শী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য বহন করছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার গুরুত্বের ওপর জোর দেন। উভয়পক্ষ পারস্পরিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করে এবং বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, জনগণের সংযোগ, সংস্কৃতি, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাসহ সব সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ সব ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের ওপর গুরুত্বারোপ করে এবং নিয়মিত কূটনৈতিক ও খাতভিত্তিক যোগাযোগের প্রয়োজনীয়তা স্বীকার করে। পররাষ্ট্র উপদেষ্টা উভয় দেশের পরিপূরক সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্বও তুলে ধরেন, যেখানে বেসরকারি খাতের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সমুদ্র সংযোগ উন্নয়ন এবং বিমান যোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর চালু করার প্রক্রিয়া চলমান রয়েছে, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষার বৃত্তি দেওয়া হবে, এর এক-চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দ থাকবে। এছাড়া, জুলাই আন্দোলনের সময় আহত ৪০ জন শিক্ষার্থী ও ব্যক্তির অঙ্গপ্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা প্রদানের জন্য পাকিস্তান প্রস্তুত আছে। পাকিস্তান বাংলাদেশি হকি দলকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

বৈঠকে উভয়পক্ষ আশা প্রকাশ করে, শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক দক্ষিণ এশিয়া ও তার বাইরের অঞ্চলেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে। এছাড়া, বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য পাকিস্তানের অব্যাহত সহযোগিতা চেয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত