ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

‘খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ২২:০৭:৩৪
‘খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, গ্রামবাংলার নারীদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। ১৯৯১ সালে ক্ষমতায় এসে তিনি মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ ও উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তখন অনেকে আপত্তি জানালেও খালেদা জিয়া বলেছিলেন আজ যে মেয়েরা পড়াশোনা করছে, তারা একদিন মা হবে, আর শিক্ষিত মা-ই শিক্ষিত সন্তান গড়ে তুলতে পারে। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত নারীদের ক্ষমতায়নে বিশাল ভূমিকা রেখেছে।

বরকতউল্লাহ বুলু বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই সফল হয়েছিল। চাইলে তখন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু তারা নেয়নি কারণ তারা মুক্তিযুদ্ধের দেশপ্রেমিক সেনাবাহিনী। এর পর ১৯৯১ সালের সুষ্ঠু নির্বাচনে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের কারণেই আ’লীগ টিকে আছে। সেদিন মালিক উকিলের আবেদনে জিয়াউর রহমান সাড়া না দিলে আওয়ামী লীগের অস্তিত্বই থাকত না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশি-বিদেশি অনেক শক্তি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূরাজনৈতিক কারণে বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্রের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। সেই পরিস্থিতি মোকাবিলা করে দেশকে রক্ষা করতে বিএনপির বিকল্প নেই।

বুলু আরও বলেন, আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকার করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানে না তাদের বাংলাদেশে ভোট চাওয়ার বা রাজনীতি করার অধিকার নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত