ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
সাংবাদিকদের বেতন-ছুটি নিয়ে দাবি জানালো ডিআরইউ

দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের জন্য সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণের জোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি।
রোববার (২৪ আগস্ট) ডিআরইউ'র সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই দাবিগুলো তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সময়মতো বেতন-ভাতা পরিশোধ করছে না, এবং সাংবাদিকদের জন্য কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো নেই। জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়লেও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। নেতারা সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওসহ সকল গণমাধ্যমের জন্য একটি অভিন্ন ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানান।
সাংবাদিকদের কর্মঘণ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিআরইউ নেতারা বলেন, "একজন সাংবাদিককে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। অনেক প্রতিষ্ঠানে বলা হয়, সাংবাদিকদের কোনো ৮ ঘণ্টার ডিউটি নেই। তাদের সপ্তাহে নির্দিষ্ট কোনো ছুটিও নেই, যা তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করছে।" তারা সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের মতো সাংবাদিকদের জন্যও সপ্তাহে দুই দিন ছুটি নির্ধারণের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সম্প্রতি ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং তাদের জন্য নতুন বেতন কমিশনও গঠন করা হয়েছে, অথচ সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিতই রয়ে গেছে।
এছাড়াও, যখন-তখন সাংবাদিক ছাঁটাইয়ের সংস্কৃতির প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, ওয়েজ বোর্ড অনুযায়ী সকল পাওনা পরিশোধ এবং সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়া কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ