ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
সাংবাদিকদের বেতন-ছুটি নিয়ে দাবি জানালো ডিআরইউ
দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের জন্য সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণের জোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি।
রোববার (২৪ আগস্ট) ডিআরইউ'র সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই দাবিগুলো তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সময়মতো বেতন-ভাতা পরিশোধ করছে না, এবং সাংবাদিকদের জন্য কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো নেই। জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়লেও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। নেতারা সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওসহ সকল গণমাধ্যমের জন্য একটি অভিন্ন ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানান।
সাংবাদিকদের কর্মঘণ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিআরইউ নেতারা বলেন, "একজন সাংবাদিককে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। অনেক প্রতিষ্ঠানে বলা হয়, সাংবাদিকদের কোনো ৮ ঘণ্টার ডিউটি নেই। তাদের সপ্তাহে নির্দিষ্ট কোনো ছুটিও নেই, যা তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করছে।" তারা সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের মতো সাংবাদিকদের জন্যও সপ্তাহে দুই দিন ছুটি নির্ধারণের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সম্প্রতি ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং তাদের জন্য নতুন বেতন কমিশনও গঠন করা হয়েছে, অথচ সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিতই রয়ে গেছে।
এছাড়াও, যখন-তখন সাংবাদিক ছাঁটাইয়ের সংস্কৃতির প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, ওয়েজ বোর্ড অনুযায়ী সকল পাওনা পরিশোধ এবং সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়া কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল