ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
"সন্তানদের কারণে সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল"
.jpg)
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, তিনি হয়তো শিগগিরই চলচ্চিত্র থেকে বিদায় নিতে পারেন। সন্তানদের ইসলামিক শিক্ষা এবং তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানান, "আমার হাতে যে কয়টা কাজ আছে, সেগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে, তাদের বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।"
বিষয়টি নিয়ে তিনি আরও জানান, তার দুই ছেলে বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে এবং ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল লাইনের পড়াশোনাও করছে। বড় ছেলে ইতোমধ্যে ৮ পারা হিফজ শেষ করেছে, ছোট ছেলেও কোরআন রিডিং দ্বিতীয়বার শুরু করেছে।
অনন্ত বলেন, “যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি, আমাদের ছেলেকে মুফতি বানাবো। একটা সময়ে ওদের মদিনায় পড়াশোনার পরিকল্পনাও আছে।”তিনি আরও বলেন, “আমার দুই ছেলে স্কুল থেকে জোহরের নামাজের পর ছুটি পায়। এরপর বাসায় এসে প্রাইভেট টিচারের কাছে পড়ে, তারপর মাদ্রাসায় যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।”
সিনেমা থেকে স্ত্রী বর্ষারও সরে দাঁড়ানো প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “ওদের আম্মু সিনেমা করলে ওরা বড় হয়ে তা পছন্দ করবে না। আমি নিজেও চাই না এমন হোক। তাই আমরা দুজনই হয়তো চলচ্চিত্র থেকে সরে আসার পরিকল্পনায় আছি।”অনন্ত জলিলের এই বক্তব্য তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের অনেককেই ভাবিয়ে তুলতে পারে। এখন দেখার বিষয়, হাতে থাকা প্রকল্পগুলো শেষ করে তিনি সত্যিই চলচ্চিত্রকে বিদায় জানান কিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস