ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

"সন্তানদের কারণে সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল"    

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ২৪ ১৩:৫৪:২৪







"সন্তানদের কারণে সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল"




 



 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, তিনি হয়তো শিগগিরই চলচ্চিত্র থেকে বিদায় নিতে পারেন। সন্তানদের ইসলামিক শিক্ষা এবং তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানান, "আমার হাতে যে কয়টা কাজ আছে, সেগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে, তাদের বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।"

বিষয়টি নিয়ে তিনি আরও জানান, তার দুই ছেলে বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে এবং ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল লাইনের পড়াশোনাও করছে। বড় ছেলে ইতোমধ্যে ৮ পারা হিফজ শেষ করেছে, ছোট ছেলেও কোরআন রিডিং দ্বিতীয়বার শুরু করেছে।

অনন্ত বলেন, “যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি, আমাদের ছেলেকে মুফতি বানাবো। একটা সময়ে ওদের মদিনায় পড়াশোনার পরিকল্পনাও আছে।”তিনি আরও বলেন, “আমার দুই ছেলে স্কুল থেকে জোহরের নামাজের পর ছুটি পায়। এরপর বাসায় এসে প্রাইভেট টিচারের কাছে পড়ে, তারপর মাদ্রাসায় যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।”

সিনেমা থেকে স্ত্রী বর্ষারও সরে দাঁড়ানো প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “ওদের আম্মু সিনেমা করলে ওরা বড় হয়ে তা পছন্দ করবে না। আমি নিজেও চাই না এমন হোক। তাই আমরা দুজনই হয়তো চলচ্চিত্র থেকে সরে আসার পরিকল্পনায় আছি।”অনন্ত জলিলের এই বক্তব্য তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের অনেককেই ভাবিয়ে তুলতে পারে। এখন দেখার বিষয়, হাতে থাকা প্রকল্পগুলো শেষ করে তিনি সত্যিই চলচ্চিত্রকে বিদায় জানান কিনা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত