ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ নিয়ে ইসিতে উত্তেজনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ১৩:৩৮:২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ নিয়ে ইসিতে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-আখাউড়া) আসন পুনর্বহালের শুনানি হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের বেইজমেন্ট হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির শুরু থেকেই আসন পুনর্বহালের পক্ষে-বিপক্ষে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি বাধ্য হয়ে উভয় পক্ষকে শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার এই দুইটি আসন নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বিলুপ্ত হওয়ার প্রস্তাব আসে। এতে করে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানায় এবং শুনানির দিন নির্ধারণ করা হয়।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, শুনানির পর পাওয়া সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত