ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের লিফট

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ২২:০০:৫৮
দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের লিফট

বিশ্বমানের লিফটের জন্য বাংলাদেশকে আর আমদানির ওপর নির্ভর করতে হবে না। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘প্রোপার্টি লিফটস’ এখন দেশেই সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের লিফট তৈরি করছে। এই খাতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

শনিবার (২৩ আগস্ট) নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত প্রোপার্টি লিফটসের অত্যাধুনিক কারখানা সাংবাদিকদের ঘুরিয়ে দেখানো হয়। এসময় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর. এন. পাল এবং প্রোপার্টি লিফটসের চিফ অপারেটিং অফিসার মঈনুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরেন।

২০১৮ সাল থেকে আরএফএল নিজস্ব কারখানায় আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুসরণ করে লিফট উৎপাদন শুরু করে। শুরুতে আমদানিকৃত যন্ত্রাংশ দিয়ে লিফট তৈরি করলেও, ধীরে ধীরে বিনিয়োগ বাড়িয়ে এখন প্রায় ৪০ শতাংশ যন্ত্রাংশ দেশেই তৈরি করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে ৮০ শতাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদন করা। এর ফলে আমদানিকৃত লিফটের চেয়ে দেশীয় লিফট ৫ থেকে ৭ লাখ টাকা কমে পাওয়া যাচ্ছে, অথচ মান ও নিরাপত্তায় এটি বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সমকক্ষ।

বর্তমানে দেশের লিফটের বাজার প্রায় ১,৩০০ কোটি টাকার, যেখানে বছরে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ লিফট বিক্রি হয়। বাজারের ৭০-৮০ শতাংশ এখনো আমদানি-নির্ভর হলেও আরএফএল-এর মতো দেশীয় প্রতিষ্ঠানগুলোর হাত ধরে এই চিত্র দ্রুত পাল্টাচ্ছে। পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোরিয়ান ইপিজেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো বড় বড় প্রতিষ্ঠান এখন প্রোপার্টি লিফটসের গ্রাহক।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর. এন. পাল বলেন, "ভোক্তারা সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের নিরাপত্তা চান। একসময় যা কেবল আমদানিকৃত দামী লিফটেই সম্ভব ছিল। আমরা সেই ধারণা বদলে দিয়েছি। দেশেই এখন ক্রেতার চাহিদা অনুযায়ী কাস্টমাইজড লিফট তৈরি সম্ভব হচ্ছে।"

তবে তিনি দেশীয় শিল্পের বিকাশে সরকারি নীতি সহায়তার ওপর জোর দেন। তিনি বলেন, "সরকারি ক্রয় নীতিতে অনেক সময় বিদেশি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়, যা দেশীয় শিল্পের বিকাশে বড় বাধা। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু ন্যায্য প্রতিযোগিতার একটি ক্ষেত্র চাই।"

তিনি আরও বলেন, "যে কোম্পানি বিশ্ববাজারে রপ্তানির স্বপ্ন দেখে, সে তার নিজের দেশের গ্রাহককে কখনো নিম্নমানের পণ্য দিতে পারে না।" চলতি বছর থেকেই জার্মানি, ইউরোপ ও আমেরিকায় রপ্তানি শুরু করার পরিকল্পনা রয়েছে প্রোপার্টি লিফটসের।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত