ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত: খাদ্য অধিদপ্তর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ১৯:৩১:৩২
স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত: খাদ্য অধিদপ্তর

দেশে খাদ্যের কোনো সংকট নেই এবং বর্তমানে সরকারি গুদামগুলোতে স্বাধীনতার পর সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। তিনি জানান, দেশের বিভিন্ন খাদ্যগুদামে বর্তমানে ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল মজুত আছে, যা একটি রেকর্ড।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে শেরপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।

মহাপরিচালক বলেন, "সরকার যেকোনো দুর্যোগ মোকাবিলা, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর খাদ্য মজুত করে থাকে।" তিনি জানান, গত ১৭ আগস্ট থেকে দেশব্যাপী ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীর জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে, যা আগামী ছয় মাস পর্যন্ত চলবে। শেরপুরে কার্ডধারীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করা হলে তা বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ডিলার পরিবর্তন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার পরিবর্তনের পর ডিলার পরিবর্তনের নির্দেশনা দেওয়া হলেও কিছু জায়গায় মামলাজনিত জটিলতার কারণে তা স্থগিত আছে। আশা করছি, আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই ডিলার পরিবর্তন করা হবে।"

তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং যেকোনো অনিয়ম নজরে এলে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন।

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত