ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
রাজধানীতে ‘তামাকবিরোধী যুবসমাজ’ ব্যানারে ‘ইয়ুথ মার্চ’
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়ায় তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তরুণ প্রজন্মকে রক্ষায় অবিলম্বে আইনের খসড়াটি পাসের দাবিতে রাজধানীতে এক বিশাল ‘ইয়ুথ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ‘তামাকবিরোধী যুবসমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধন করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "তামাক যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে তরুণদের এই কর্মসূচির সঙ্গে আমি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।"
মার্চে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় এবং এর কারণে লাখ লাখ মানুষ নানা ধরনের অসুস্থতায় ভোগেন। তারা তরুণদের মধ্যে তামাকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ায় গভীর শঙ্কা প্রকাশ করে একে জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি বলে অভিহিত করেন।
বক্তারা তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর ৫.৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে তামাক নিয়ন্ত্রণ নীতিতে কোম্পানির প্রভাবমুক্ত থাকতে বাধ্য।
ইয়ুথ মার্চ থেকে সরকারের কাছে দুটি প্রধান দাবি তুলে ধরা হয়:১. তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।২. স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়াটি কোনো কালক্ষেপণ না করে দ্রুত পাস করতে হবে।
কর্মসূচি শেষে প্রায় ১০ হাজার তামাকবিরোধী তরুণের স্বাক্ষরসহ একটি দাবিনামা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, প্রজ্ঞাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠন এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস