ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

'ঐকমত্য কমিশনে নারীর প্রতিনিধিত্ব না থাকা অবমাননাকর'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ১৬:৫৭:৩২
'ঐকমত্য কমিশনে নারীর প্রতিনিধিত্ব না থাকা অবমাননাকর'

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে নারীর কোনো প্রতিনিধিত্ব না থাকাটা দেশের নারী সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, "নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়"—এই নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও দুঃখজনকভাবে নবগঠিত কমিশনে তা পুরোপুরি অনুপস্থিত।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

রাশেদা কে চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঐকমত্য কমিশন এখন পর্যন্ত ক্ষমতার বণ্টন ও অন্যান্য রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যস্ত থাকলেও নারী ইস্যুটি পুরোপুরি অবহেলিত।" তিনি জানান, গত ৩ আগস্ট দেশের ৬৭টি নারী সংগঠন নারী ক্ষমতায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিলেও কমিশন বা কোনো রাজনৈতিক দল থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, "নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে ৩৩ থেকে ৫০ শতাংশ আসনে নারী মনোনয়নের দাবি উপেক্ষিত। দলগুলো মাত্র ৫ থেকে ৭ শতাংশ নারীকে মনোনয়ন দিতে চায়, যা দয়া-দাক্ষিণ্যের শামিল।" বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে এখনো আস্থার সংকট রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এমতাবস্থায় মনে হচ্ছে, ঐকমত্য কমিশন ঘেরাও করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।"

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত নারী আসনে বিদ্যমান নির্বাচন ব্যবস্থাটি মূলত দলীয় সিলেকশন, যেখানে জনগণের ভোটের পরিবর্তে দলীয় নেতৃত্বের ইচ্ছায় সংসদ সদস্য নির্বাচিত হতে হয়। এটি নারীর প্রকৃত ক্ষমতায়ন ও গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।

ছায়া সংসদে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত