ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

'স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে চালু হচ্ছে ই-জিপি পদ্ধতি'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৩ ১৬:৪৬:৪৪
'স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে চালু হচ্ছে ই-জিপি পদ্ধতি'

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট একটি দীর্ঘদিনের সমস্যা, যা সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এই সিন্ডিকেট রুখতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতের যেকোনো অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "চিকিৎসা সরঞ্জাম ক্রয়, চিকিৎসক নিয়োগ এবং পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মকে বরদাস্ত করা হবে না।"

তিনি জানান, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলের লক্ষ্যে সরকার হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য তুলে ধরে নূরজাহান বেগম বলেন, "আগে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় লেগে যেত। আমরা সেই সময় কমিয়ে মাত্র সাত মাসে নিয়ে এসেছি। স্বল্প সময়ে চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএসের ব্যবস্থা করা হয়েছে।" তিনি জানান, এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া চিকিৎসকরা আগামী সেপ্টেম্বর মাসেই কর্মস্থলে যোগদান করতে পারবেন। এছাড়া, সরকার ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগের জন্যও সুপারিশ করেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালগুলোর সেবার মান উন্নত করতে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজর দিয়েছে। এই হাসপাতালের চিকিৎসক-নার্সসহ জনবলের সংকট মেটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত