ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
'স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে চালু হচ্ছে ই-জিপি পদ্ধতি'
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট একটি দীর্ঘদিনের সমস্যা, যা সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এই সিন্ডিকেট রুখতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতের যেকোনো অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "চিকিৎসা সরঞ্জাম ক্রয়, চিকিৎসক নিয়োগ এবং পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মকে বরদাস্ত করা হবে না।"
তিনি জানান, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলের লক্ষ্যে সরকার হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য তুলে ধরে নূরজাহান বেগম বলেন, "আগে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় লেগে যেত। আমরা সেই সময় কমিয়ে মাত্র সাত মাসে নিয়ে এসেছি। স্বল্প সময়ে চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএসের ব্যবস্থা করা হয়েছে।" তিনি জানান, এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া চিকিৎসকরা আগামী সেপ্টেম্বর মাসেই কর্মস্থলে যোগদান করতে পারবেন। এছাড়া, সরকার ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগের জন্যও সুপারিশ করেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালগুলোর সেবার মান উন্নত করতে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজর দিয়েছে। এই হাসপাতালের চিকিৎসক-নার্সসহ জনবলের সংকট মেটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল