ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্য পূরণ হয়নি এনবিআরের

২০২৫ আগস্ট ২০ ২০:৫১:৫৬

প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্য পূরণ হয়নি এনবিআরের

নতুন অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে উচ্চ প্রবৃদ্ধি ও বড় ঘাটতির এক মিশ্র চিত্র দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২ হাজার ৮৬২ কোটি টাকার বিশাল ঘাটতির সম্মুখীন হয়েছে।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি ৯৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। যদিও এটি গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসের ২১ হাজার ৯১৬ কোটি টাকা আদায়ের তুলনায় ৫ হাজার ৩৩৩ কোটি টাকা বেশি।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে সবচেয়ে ভালো করেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিভাগ। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, অর্থাৎ ১১ হাজার ৩৫২ কোটি টাকা আদায় হয়েছে।

তবে বড় ঘাটতি হয়েছে আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক খাতে। আয়কর ও ভ্রমণ কর খাতে ৬ হাজার ২৯৫ কোটি টাকা আদায় হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৯১৬ কোটি টাকা পিছিয়ে আছে। অন্যদিকে, আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে ৯ হাজার ৬০২ কোটি টাকা আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫৪৮ কোটি টাকা কম।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত রাখতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে মোট ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত