ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য নির্বাচিত হলেন ১৫৯ বাংলাদেশি শিক্ষার্থী
.jpg)
ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য এ বছর বাংলাদেশ থেকে ১৫৯ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এই অর্জনের ফলে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত দেশের তালিকায় সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে, যা দেশের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়। এর মধ্যে ১০৯ জন শিক্ষার্থী দুই বছর মেয়াদি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "এটি শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনই নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।" তিনি আরও বলেন যে, তীব্র প্রতিযোগিতার মাধ্যমে এই সম্মানজনক স্কলারশিপ অর্জন করে শিক্ষার্থীরা তাদের মেধা, দৃঢ় সংকল্প এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা প্রমাণ করেছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইরাসমাস প্লাস স্কলারশিপকে একটি সফল কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশি তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন এবং ফ্রান্স, জার্মানি, সুইডেন, ইতালি ও ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের প্রতিনিধি ও ইরাসমাস মুন্ডাস অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান চলতি বছরেই বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের কাছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগও এই স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামটি ১৯৮৭ সালে যাত্রা শুরু করে এবং এর আওতায় ইউরোপের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা