ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

কুয়েত ভিসা নীতিতে স্বস্তির বার্তা

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ০৫ ২১:৪২:১৫
কুয়েত ভিসা নীতিতে স্বস্তির বার্তা

কুয়েত সরকার পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং ভিসা নীতিতে বেশ কিছু শিথিলতা এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই ভিসার মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে।

এর ফলে, আগের তুলনায় দর্শনার্থীরা দীর্ঘ সময় কুয়েতে অবস্থান করতে পারবেন। তবে, এই সুবিধা পেতে হলে ভিজিট ভিসার ধরন, নির্দিষ্ট শর্ত, কুয়েতে প্রবেশের নিয়ম, স্পনসরের প্রয়োজনীয়তা ও কুয়েতি কর্তৃপক্ষের অনুমোদনসহ সংশ্লিষ্ট সব বিধি পূরণ করতে হবে।

সোমবার (৪ আগস্ট) আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ ৩ মাস, যা ৬ মাস কিংবা ১ বছরের জন্যও বাড়ানো যেতে পারে। এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্যও স্বস্তির। অপরদিকে দেশটিতে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ বলেন, আমরা কুয়েতে একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। আমাদের দেশকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই প্রধান লক্ষ্য। ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন নীতির আওতায় ভিজিট ভিসাধারীদের পরিবহন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে কুয়েত সরকার। আগে পারিবারিক ভিজিট ভিসাধারীরা কেবল কুয়েতি এয়ারলাইন্স ব্যবহার করতে পারতেন। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স-সহ অন্যান্য অনুমোদিত সংস্থাও এসব যাত্রী বহনে সক্ষম হবে।

এদিকে বাংলাদেশিদের জন্য এসেছে আরেকটি স্বস্তির খবর। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে কুয়েত আগমনের আগেই নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করা হচ্ছে। এ প্রক্রিয়ার আওতায় দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। সবকিছু যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে অনেক বাংলাদেশি শ্রমিক এখন প্রতারণা থেকে সুরক্ষা পাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত