ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ইরান ও পাকিস্তানের মধ্যে ১২ চুক্তি স্বাক্ষর

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৪ ১১:০৮:৩২
ইরান ও পাকিস্তানের মধ্যে ১২ চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের অংশ হিসেবে তিনি ও তার প্রতিনিধিদল লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়। খবর তেহরান টাইমসের

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যৌথ বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, শিল্প, বিচার, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। স্বাক্ষরিত সমঝোতা চুক্তিগুলোর মধ্যে রয়েছে সীমান্ত বাজার উন্নয়ন, যৌথ অর্থনৈতিক অঞ্চল গঠন, রেল, সড়ক ও নৌ পরিবহন সম্প্রসারণ এবং সীমান্তবর্তী শহরগুলোর নিরাপত্তা জোরদারকরণ।

চুক্তি স্বাক্ষর শেষে ইরানি প্রেসিডেন্ট বলেন, “প্রিয় পাকিস্তানে এসে আমি অত্যন্ত আনন্দিত। এই দেশকে আমি আমার দ্বিতীয় বাড়ি মনে করি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় পাকিস্তান সরকার, সংসদ, রাজনৈতিক দল ও আলেম সমাজের যে সমর্থন পেয়েছি তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, অদূর ভবিষ্যতেই এ পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বাণিজ্য, পর্যটন, শিক্ষা, যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার ও সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত