ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ইরান ও পাকিস্তানের মধ্যে ১২ চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের অংশ হিসেবে তিনি ও তার প্রতিনিধিদল লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়। খবর তেহরান টাইমসের
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যৌথ বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, শিল্প, বিচার, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। স্বাক্ষরিত সমঝোতা চুক্তিগুলোর মধ্যে রয়েছে সীমান্ত বাজার উন্নয়ন, যৌথ অর্থনৈতিক অঞ্চল গঠন, রেল, সড়ক ও নৌ পরিবহন সম্প্রসারণ এবং সীমান্তবর্তী শহরগুলোর নিরাপত্তা জোরদারকরণ।
চুক্তি স্বাক্ষর শেষে ইরানি প্রেসিডেন্ট বলেন, “প্রিয় পাকিস্তানে এসে আমি অত্যন্ত আনন্দিত। এই দেশকে আমি আমার দ্বিতীয় বাড়ি মনে করি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় পাকিস্তান সরকার, সংসদ, রাজনৈতিক দল ও আলেম সমাজের যে সমর্থন পেয়েছি তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”
বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, অদূর ভবিষ্যতেই এ পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বাণিজ্য, পর্যটন, শিক্ষা, যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার ও সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান