ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৩ ১০:০৬:২৫
ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসা সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে কর্ণাটকের একটি আদালত গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

শনিবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়। এর একদিন আগে আদালত তাকে অপরাধী হিসেবে ঘোষণা করে।

৩৪ বছর বয়সী রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং জনতা দল (সেক্যুলার)-এর সদস্য। বর্তমানে দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে।

২০২৩ সালে সামাজিক মাধ্যমে শত শত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওগুলো সামনে আসার পর তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন তার সাবেক গৃহকর্মী। এরপরই তদন্ত শুরু হয় এবং মামলাটি আদালতে গড়ায়।

রায় ঘোষণার সময় রেভান্না আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি লঘু করার আবেদন জানান। তবে আদালত তার আবেদনে কর্ণ না দিয়ে তাকে আজীবন কারাবাসে দণ্ডিত করে। যদিও তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে ভিডিওগুলো ফাঁস হওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে রেভান্না দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে যান। তখন তার পক্ষ থেকে ভিডিওগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, যদিও তার অফিস দাবি করেছিল সেগুলো সাজানো বা ভুয়া।

জার্মানি থেকে ভারতে ফিরে আসার এক মাস পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ মামলা ও একটি যৌন হয়রানির মামলা বিচারাধীন রয়েছে। এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন।

প্রভাবশালী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এমন সাজা পাওয়া ভারতের বিচারব্যবস্থায় একটি বিরল ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত