ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
আগস্টের মধ্যে শহীদ-আহতদের স্বীকৃতি ও দায়িত্ব নিতে হবে: সাকি
.jpg)
জুলাই গণসমাবেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার ডাক, ফ্যাসিবাদকে কবর দিতে ঐক্যের আহ্বান
৫ আগস্টের মধ্যে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত “জুলাই গণসমাবেশে” তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।
জোনায়েদ সাকি বলেন, “বিগত হাসিনার আমলে দেশের জনগণ বেঁচে থাকলেও মানুষ জীবিত ছিল না। আবু সাঈদের মতো অনেকে জীবন দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আওয়ামী শাসনের কবলে পড়ে দেশ লুটপাটের শিকার হয়েছে, ব্যাংক খালি হয়েছে, রাষ্ট্র ফোকলা হয়ে গেছে।”
তিনি আরো বলেন, “৭১ সালের শহীদের ঋণ এখনো শোধ হয়নি। আমরা শপথ নিচ্ছি, ৭১ থেকে ২০২৪-এর শহীদদের আদর্শ আমরা ধারণ করবোই। শহীদদের ঋণ শোধ করতে প্রয়োজন সবার ঐক্য ,তানা হলে আমরা আবারও ব্যর্থ হবো।”
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমালোচনার পাশাপাশি অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে তিনি বলেন, “এই লড়াই আমরা শুরু করিনি, তবে আক্রমণের জবাব আমরা দিয়েছি প্রতিরোধের ভাষায়।” তিনি হুঁশিয়ারি দেন, “৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ ও দায়িত্ব নেওয়ার স্পষ্ট ঘোষণা না এলে আন্দোলন তীব্রতর হবে।”
দলটির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “নতুন রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশে মানুষের মুক্তি অসম্ভব । আমরা জন্মলগ্ন থেকেই জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করছি।”
তিনি বলেন, “এই সরকার তথ্য গোপন করছে, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করছে। তারা শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সুযোগ পেয়েও দারুনভাবে ব্যর্থ হয়েছে।”
সমাবেশে বক্তারা ধর্ম, নারী, জাতিগত বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নারী সংহতির সভানেত্রী শ্যামলী শীল বলেন, “নারী শিক্ষার্থীরা এই আন্দোলনে বড় ভূমিকা রেখেছে। রাজনীতিকে ঘৃণা করার দিন শেষ, এখন সময় সঠিক রাজনীতি বেছে নেওয়ার।”
গার্মেন্ট শ্রমিক সংগঠনের নেত্রী তাসলিমা আখতার বলেন, “গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক শ্রেণি, কিন্তু তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, “ঘুষ ছাড়া চাকরি হয়নি, তরুণরা বঞ্চিত হচ্ছে দিন দিন। সেই শোষণের জবাবেই এসেছে জুলাই অভ্যুত্থান।”
সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভূইয়া, দীপক রায়, মিজানুর রহমান, আলিফ দেওয়ান, সৈকত আরিফ, আল আমিন শেখ, ফারহানা মানিক, ফাতেমা রহমান বিথি, আরমানুল হক, আহত জামাল হোসেন, মো. লিটন, আব্দুর রহমান, আমিনুল ইসলামসহ অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত