ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবারও সারাদেশে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষার্থীরা অযৌক্তিক তিন দফার প্রতিবাদে এবং নিজেদের ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবারও (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী সড়ক ও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মোড় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব থাকার বার্তা দিয়েছেন তারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মো. মাশফিক ইসলাম। তিনি বলেন, "আজ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে। আগামীকাল আমরা ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করব। এর মধ্য দিয়ে অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে।"
সংবাদ সম্মেলনে মাশফিক ইসলাম আরও অভিযোগ করেন যে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংজ্ঞায় কোনো অস্পষ্টতা না থাকলেও, বিএসসি ডিগ্রিধারী কিছু শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী মিথ্যা তথ্য প্রচার করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর পাশাপাশি প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছেন।
এ সময় তিনি চারটি দাবি তুলে ধরেন:১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।২. বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফার নামে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।৩. কারিগরি ছাত্র আন্দোলনের যৌক্তিক ছয় দফা দাবি বাস্তবায়ন করা।৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
এদিকে, কারিগরি শিক্ষার্থীদের আগামীকালের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পোস্ট, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে সড়ক-মোড়ে ব্যানার হাতে অবস্থান, স্লোগান এবং প্রতিবাদী সমাবেশ দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানান, বৃহস্পতিবারের কর্মসূচি আরও তীব্র আকার ধারণ করবে। আজকের অবস্থান-বিক্ষোভ ছিল কেবল শুরু। যদি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সাড়া না দেয়, তবে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও শিক্ষার্থীরা সড়কে নামবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি