ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ধানের শীষে ভোট চাইলেন শামসুজ্জামান দুদু

২০২৫ সেপ্টেম্বর ১৭ ২২:০২:৫৩

ধানের শীষে ভোট চাইলেন শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার (১৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। ভালাইপুর মোড়, খাদিমপুর মোড়, আসমানখালী বাজার, হাটবোয়ালিয়া স্কুল মাঠ, হারদী স্কুল মাঠ ও কুমারী ইউনিয়নে আয়োজিত পথসভা ও গণসংযোগে মানুষের ঢল নামে। এ সময় তিনি পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এবং চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে চলমান অচলাবস্থা নিরসনে পিআর পদ্ধতির দাবি উঠলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই ফেব্রুয়ারির মধ্যে হওয়া উচিত। তিনি পিআর পদ্ধতিকে দেশের জন্য অনুপযোগী আখ্যায়িত করে নেপালের দৃষ্টান্ত তুলে ধরেন, যেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না বলেও তিনি মন্তব্য করেন।

চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি চুয়াডাঙ্গাকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে বিএনপি ক্ষমতায় এলে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ জেলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া আলমডাঙ্গার হারদী হাসপাতাল, চুয়াডাঙ্গার সদর হাসপাতালসহ সকল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর জোর দেন তিনি। দুদু বলেন, "যদি সুযোগ থাকে, বিএনপি সরকারে আসে, প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, তাহলে আমি এমপি হই আর না হই চুয়াডাঙ্গার যতো সমস্যা আছে সব সমস্যা দূর করা হবে।"

সাবেক এই ছাত্রনেতা বিএনপির প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া উল্লেখ করে বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দেশবাসীও এটি মনে করে। তাই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, "অনেকে বেহেশতের টিকিট দিচ্ছে, যারা বাংলাদেশ মানে না, ৭১’র মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশকে মানে নাই।" তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পথসভাগুলোতে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া ও শামসুজ্জামান দুদুর পক্ষে স্লোগান দেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত