ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
এস আলমসহ ৩৬৩ কোটি টাকা আত্মসাতের আসামি যারা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশান শাখা থেকে নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ, নাবিল গ্রুপ ও ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, ৬৭০ কোটি টাকার ঋণের মধ্যে ৩৬৩ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
মামলাটি বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দায়ের করা হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামিদের মধ্যে আছেন এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম, সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী ও পরিচালক মো. হাছানুজ্জামান, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ এবং চেয়ারম্যান হারুন অর রশিদ।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমডি ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসি কমিটি সদস্য মুহাম্মদ কায়সার আলী, এফএভিপি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এভিপি ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আকির হোসেন মিজি, শাখা ব্যবস্থাপক এটিএম শহিদুল হক, আইসি কমিটি সদস্য সৈয়দ আবু আসাদ, সিইও ও ইনভেস্টমেন্ট কমিটি সদস্য মোহাম্মদ আলী সহ আরও কয়েকজন।
মামলার অন্যান্য আসামির মধ্যে ইসলামী ব্যাংক বোর্ড অব ডিরেক্টরসের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, সাবেক এমডি ও নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এসইভিপি মো. আলতাফ হোসাইন, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক ইয়াসিয় আব্দুল্লাহ আল-রাজি, এবং অন্যান্য কর্মকর্তা ও পরিচালকরা রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গুলশান শাখার কর্মকর্তারা নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে ঋণের প্রস্তাবনা সুপারিশ ও অনুমোদন করেছেন। পরস্পরের যোগসাজসে তারা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ৬৭০ কোটি টাকার ঋণ সুবিধা মঞ্জুর করেন। তদন্তে দেখা গেছে, এর মধ্যে ৩৬৩ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি