ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ভূমিকম্পের পর আগ্নেয়গিরির তাণ্ডব, ছাইয়ে ঢেকে গেল আকাশ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ৩০ ১৩:০৯:২৮
ভূমিকম্পের পর আগ্নেয়গিরির তাণ্ডব, ছাইয়ে ঢেকে গেল আকাশ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সক্রিয় হয়ে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। এতে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আগ্নেয়গিরিটি এখন বিস্ফোরকভাবে অগ্ন্যুৎপাত করছে। এর ফলে আকাশে ৩ কিলোমিটার (প্রায় ১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছাইয়ের স্তর ছড়িয়ে পড়েছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্যমতে, ছাইয়ের স্তম্ভ আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। যে কোনো সময় ছাইয়ের স্তর ৮ কিলোমিটার (৪.৯ মাইল) উচ্চতায় পৌঁছাতে পারে যা নিচু উচ্চতায় চলাচলকারী বিমানের জন্য হুমকি হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় সম্পূর্ণ লাভায় পূর্ণ হয়ে গেছে। ফলে বড় ধরনের লাভা উদগিরণের আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক বিমান চলাচলের রুট এই অঞ্চল দিয়ে না গেলেও আঞ্চলিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। বিমান চলাচলের সতর্কতা হিসেবে ‘কমলা রঙের’ বিপদ সংকেত চালু করেছে কর্তৃপক্ষ।

এদিকে বুধবার (৩০ জুলাই) কামচাটকা উপদ্বীপে আঘাত হানে ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প যা আগে ৮.৭ হিসেবে রেকর্ড করা হয়েছিল। ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ ৪ মিটার (প্রায় ১৩ ফুট) পর্যন্ত উঁচু হয়েছিল এবং তা রাশিয়ার উপকূলে আঘাত হেনেছে।

জাপানেও ইতোমধ্যে সুনামির প্রথম ঢেউ পৌঁছেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রও সুনামি সতর্কতা জারি করেছে।

বর্তমানে এলাকাজুড়ে চলছে সতর্ক নজরদারি কারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত