ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার উপকূলে জরুরি সতর্কতা, দ্রুত সরে যাওয়ার নির্দেশ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ৩০ ১২:১৩:৪৪
রাশিয়ার উপকূলে জরুরি সতর্কতা, দ্রুত সরে যাওয়ার নির্দেশ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ইতোমধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ পৌঁছেছে যা ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ অনুসারে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের বাসিন্দাদের উপকূল এলাকা থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সোলোদভ এক বিবৃতিতে জানিয়েছেন, সুনামির সম্ভাব্য ঢেউয়ের মাত্রা বিশ্লেষণ করা হচ্ছে। তিনি জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে এবং লাউডস্পিকারে প্রচারিত নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি যেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বাস করেন।

বুধবার স্থানীয় সময় একটি ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির উচ্চতা ছিল সর্বোচ্চ ৪ মিটার (১৩ ফুট)। রাশিয়ার কিছু উপকূল ইতোমধ্যে প্লাবিত হয়েছে এবং কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কিন্ডারগার্টেন ভবন আংশিকভাবে ধসে পড়েছে বলেও জানা গেছে।

জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও উপকূল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলে, ভূমি পৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে এবং পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির দক্ষিণ-পূর্ব দিকে ১২৬ কিলোমিটার দূরে।

ভবিষ্যতে শক্তিশালী আফটারশক হওয়ার আশঙ্কা করা হচ্ছে যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলতে পারে। এ অবস্থায় শুধু রাশিয়া নয়, জাপানও উচ্চ সতর্কতায় রয়েছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে জনগণকে সতর্ক করে বলা হচ্ছে, “দয়া করে দ্রুত সরে যান। যদি সম্ভব হয় উঁচু স্থানে আশ্রয় নিন এবং উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকুন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত