ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
আরেক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ; ব্লকেড ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি
.jpg)
রংপুরসহ উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ণ মোড়ে ব্লকেড করে দুই দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কৃষ্ণচূড়া সড়ক, বিজয় সড়ক ও আবু সাঈদ চত্বর হয়ে পৌঁছে মডার্ণ মোড়ে। সেখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। ফলে ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, রংপুরে বাজেট দে’, ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইন্টারিমের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, রংপুরে বাজেট দে’- ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
সোমবার (২৮ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে চলমান বাজেট বৈষম্যের প্রতিবাদ জানায় এবং দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব দিক থেকেই বাজেট বৈষম্যের শিকার। তাই আর অপেক্ষা নয়, এখন চাই দৃশ্যমান ব্যবস্থা।
ব্লকেড কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তাদের দুই দফা দাবি স্পষ্টভাবে উপস্থাপন করেন:
প্রথমত, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেট বৈষম্য দূর করতে এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিতে একটি সতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে।দ্বিতীয়ত, এই অঞ্চলের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবির বাস্তবায়নের আশ্বাস না মিললে উত্তরবঙ্গ ব্লকেড ও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না নিলে সকল ক্লাস ও পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেওয়া হবে।
এর আগে গতকাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, রোববার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের জন্য ২ হাজার ৮৪০ কোটি টাকার একটি বড় বাজেট অনুমোদন পায়। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি করপোরেশন কিংবা উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এই বৈষম্যমূলক বাজেট বন্টনের কারণেই উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস