ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
মেট্রোরেলে নতুন টাকা অচল, ভোগান্তি

সকাল ৯টা, ফার্মগেট মেট্রো স্টেশন। নতুন সিরিজের ৫০ টাকার নোট দিয়ে একক যাত্রার টিকিট কাটতে যান মনিপুরিপাড়ার বাসিন্দা মনোয়ারুল ইসলাম। তবে ভেন্ডিং মেশিন বারবার তার নোটটি প্রত্যাখ্যান করে। স্ক্রিনে বার্তা ভেসে ওঠে—‘লেনদেন প্রক্রিয়াটিতে ত্রুটি আছে। সাহায্যের জন্য অপেক্ষা করুন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ বাধ্য হয়ে তাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়।
মনোয়ারুল জানালেন, টিকিট না পাওয়ার কারণ কী তা স্পষ্টভাবে জানাননি কেউ। পরে কাউন্টার থেকে তাকে জানানো হয় নতুন সিরিজের টাকা এখনো ভেন্ডিং মেশিনে সংযুক্ত হয়নি। একই ধরনের ভোগান্তিতে পড়েছেন মতিঝিল স্টেশনের যাত্রী নাসির উদ্দিনও। তিনি নতুন ২০০ টাকার নোট দিয়ে মিরপুর ১০ নম্বর গন্তব্যের টিকিট কাটতে গিয়ে ব্যর্থ হন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেন, "বাজারে নতুন টাকা এসেছে এক মাসের বেশি অথচ এখনো সফটওয়্যার আপডেট হয়নি!"
যাত্রীরা অভিযোগ করছেন, নতুন নোট বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই সেগুলো সংগ্রহ করে ভেন্ডিং মেশিনে সফটওয়্যার হালনাগাদ করা উচিত ছিল। কিন্তু কর্তৃপক্ষ এখনও তেমন কোনো উদ্যোগ নেয়নি।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, নতুন সিরিজের টাকা এখনও সবার হাতে পৌঁছায়নি। সব ব্যাংকেও সমভাবে পৌঁছায়নি নতুন নোট। ফলে তারা এখনো কাজটি শুরু করতে পারেননি। তবে অচিরেই সব মূল্যমানের নতুন নোট সংগ্রহ করে মেশিনে সংযুক্ত করা হবে বলে আশ্বাস দেন প্রকল্প পরিচালক মো. জাকারিয়া। তার ভাষায়, "আমাদের কাছে সবচেয়ে প্রয়োজন ২০০ এবং ২০ টাকার নোট। কারণ মেট্রোরেল ভেন্ডিং মেশিনে ১০০০ বা ৫০০ টাকার নোট নেওয়া হয় না।"
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়, পরে ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। বর্তমানে এমআরটি লাইন-৬-এ ১৬টি স্টেশন চালু রয়েছে। প্রতিদিন বহু যাত্রী এই আধুনিক গণপরিবহন ব্যবহার করেন। তবে নতুন টাকা দিয়ে টিকিট কাটতে না পারায় যাত্রীরা যে ভোগান্তিতে পড়ছেন তা সমাধানে দ্রুত পদক্ষেপ চাচ্ছেন তারা।
এ নিয়ে কারওয়ান বাজার স্টেশনে কর্মরত আতাহার আলী বলেন, "২০ জুনের পর থেকে সমস্যা বেশি দেখা যাচ্ছে। পুরনো নোটে সমস্যা হয় না আর যাদের এমআরটি কার্ড আছে তাদেরও সমস্যা নেই।"
বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহা উপলক্ষে গত ১ জুন নতুন ডিজাইনের ১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকার নোট বাজারে ছাড়ে। ইতিমধ্যে এসব নোট সাধারণ মানুষের হাতে পৌঁছালেও মেট্রোরেল যাত্রীদের জন্য তা এখনও অচল অবস্থায় রয়েছে।
এই সমস্যা দূর করতে যাত্রীরা যেমন দ্রুত সমাধান প্রত্যাশা করছেন, তেমনি মেট্রোরেল কর্তৃপক্ষও বলছে—চেষ্টা চলছে তবে আরও সময় লাগবে।
তথ্য : জাগোনিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার