ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
এক রাতেই ইউক্রেনে রেকর্ড ৫৩৯ ড্রোন নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পরপরই ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার রাতভর ইউক্রেনে রেকর্ডসংখ্যক—৫৩৯টি বিস্ফোরকবাহী ড্রোন ও ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এক রাতে এত ব্যাপক ড্রোন হামলা এই প্রথম।
ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এসব ড্রোনের মধ্যে ৪৭৬টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা গেলেও, বাকিগুলো রাজধানী কিয়েভের আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে ২৩ জন আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় বহু বহুতল ভবন।
ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভ ও শহরতলির কয়েকটি এলাকায় বহু আবাসিক ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ভয়াবহ এই হামলায় প্রাণহানি না হলেও হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা বলেন, “টানা ১৩ ঘণ্টা ধরে হামলা চালিয়েছে রাশিয়া। হাজারো মানুষ মেট্রোস্টেশন, ভূগর্ভস্থ পার্কিং ও উন্মুক্ত এলাকায় রাত কাটিয়েছেন। এমন রাত এর আগে কিয়েভবাসী দেখেননি।”
এই অবস্থার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়া আরেকবার প্রমাণ করেছে তারা যুদ্ধ বন্ধে নয়, বরং সন্ত্রাস ছড়িয়ে যেতে চায়।” তিনি আরও জানান, এই হামলা শুরু হয় ঠিক সেই সময়েই যখন ট্রাম্প ও পুতিনের ফোনালাপের খবরে সংবাদমাধ্যম সরব ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবারই ট্রাম্প ও পুতিনের মধ্যে এক দীর্ঘ ফোনালাপ হয়। ফোনালাপের পর ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হতে পারে—কিন্তু বাস্তবতা হলো সেই একই রাতে ইউক্রেনকে ব্যাপকভাবে হামলার মুখে পড়তে হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- বাংলাদেশের শেয়ারবাজার: এশিয়ার দ্বিতীয় নিকৃষ্ট পারফর্মার