ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি শিক্ষা উপদেষ্টার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এই সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, আগামীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করে তোলা হবে।
ড. আবরার বলেন, "আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ কার্যক্রম উদ্বোধন করছি। এর মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে, শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষকদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যারা আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলবে।"
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এবং বিষয়ের জন্য উপযুক্ত প্রার্থীদের ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করে নির্বাচন করা হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, "শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর আগামী দিনে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।"
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১ লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যাচাই-বাছাই শেষে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
শিক্ষা উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার পরিসংখ্যান তুলে ধরে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন এবং উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরবর্তীতে ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। সবশেষে, ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষা দেন, যার মধ্যে ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে পাস করেন। তাদের মধ্য থেকেই ৪১ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল