ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি শিক্ষা উপদেষ্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এই সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, আগামীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করে তোলা হবে।
ড. আবরার বলেন, "আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ কার্যক্রম উদ্বোধন করছি। এর মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে, শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষকদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যারা আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলবে।"
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এবং বিষয়ের জন্য উপযুক্ত প্রার্থীদের ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করে নির্বাচন করা হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, "শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর আগামী দিনে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।"
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১ লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যাচাই-বাছাই শেষে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
শিক্ষা উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার পরিসংখ্যান তুলে ধরে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন এবং উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরবর্তীতে ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। সবশেষে, ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষা দেন, যার মধ্যে ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে পাস করেন। তাদের মধ্য থেকেই ৪১ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার