ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

‘যেকোনো সময় ভাঙতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি’

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৮ ১৩:৪১:৪৪
‘যেকোনো সময় ভাঙতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে।

রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা প্রতিদিন লক্ষ্য রাখি ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে। একইভাবে কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে তাও আমরা পর্যবেক্ষণ করি। এছাড়াও অন্যান্য উত্তেজনাপূর্ণ অঞ্চলগুলোর ঘটনাও আমরা নিয়মিত মনিটর করি।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। এ সময় তিনি ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন।

যদিও ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতি আনা হয় এবং সংঘাত শেষ হয়। পাকিস্তানও ট্রাম্পের হস্তক্ষেপের কথা উল্লেখ করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের কারণে বিষয়টি তার নজরে আসে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত