ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইরান স্টাইলে মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলার হুমকি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০২ ১৩:১২:৪৮
ইরান স্টাইলে মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলার হুমকি

মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে ইরান ধাঁচে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটি সতর্ক করে বলেছে, যারা ইসরায়েলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়াবে তাদের কঠোর শাস্তি পেতে হবে। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে হুতিদের বিরুদ্ধেও তেমনই ব্যবস্থা নেওয়া হবে।

কাটজ সামাজিক মাধ্যম এক্সে লেখেন, “তেহরানের মতোই ইয়েমেনের সঙ্গে আচরণ করা হবে। আমরা সাপের মাথায় আঘাত করেছি, এবার ইয়েমেনে হুতিদেরও আঘাত করা হবে।” তিনি আরও বলেন, “যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তার সেই হাত কেটে ফেলা হবে।”

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ঠিক এর পরপরই হুতিদের প্রতি এ হুমকি দেওয়া হয়।

তবে হুতি গোষ্ঠী এখনো ইসরায়েলের এ হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব স্থায়ী শান্তির লক্ষ্যে।” তবে ইসরায়েল যেসব শর্তে রাজি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প আরও বলেন, “এই প্রস্তাবটি চূড়ান্ত করবে কাতার ও মিশর। আমি আশা করি হামাস এটিকে গ্রহণ করবে কারণ এটাই তাদের জন্য সর্বোত্তম সুযোগ। তারা যদি প্রস্তাব না মানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হওয়ার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকেই হুতি গোষ্ঠী ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরে পশ্চিমা ও ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা ইসরায়েলের মূল ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত