ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
কান্তাস এয়ারলাইনের ৬০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা কান্তাস এয়ারলাইনের গ্রাহক সেবা বিভাগে সাইবার হামলার মাধ্যমে প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্ল্যাটফর্মটি পরিচালনা করত একটি তৃতীয় পক্ষ এবং হামলার পরপরই গ্রাহকদের সতর্ক করতে যোগাযোগ শুরু করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন কান্তাস তাদের কন্টাক্ট সেন্টার ব্যবস্থায় অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে। সেখানে সংরক্ষিত ছিল গ্রাহকদের নাম, ই-মেইল, ফোন নম্বর, জন্মতারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর। প্রতিষ্ঠানটি দ্রুত পদক্ষেপ নিয়ে প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে তদন্ত চলছে।
কান্তাস আশ্বস্ত করেছে, পাসপোর্ট তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য বা আর্থিক তথ্য ওই প্ল্যাটফর্মে ছিল না। তাছাড়া গ্রাহকদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড, পিন নম্বর বা লগইন তথ্যও ক্ষতিগ্রস্ত হয়নি। তারা বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, সাইবার সিকিউরিটি সেন্টার এবং ইনফরমেশন কমিশনারের দপ্তরকে জানিয়ে দিয়েছে।
কান্তাস গ্রুপের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “এই ঘটনার ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। আমরা তাদের পাশে আছি এবং সহায়তা দিতে প্রস্তুত।” তিনি নিশ্চিত করেন, এই সাইবার হামলার কারণে কান্তাসের ফ্লাইট বা নিরাপত্তা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
এই ঘটনার সময়টাও তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করেছিল যে সাইবার অপরাধী গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’ বিমান খাতকে টার্গেট করছে। এরই মধ্যে হাওয়াইয়ান এয়ারলাইনস এবং কানাডার ওয়েস্টজেট একই ধরনের হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যেও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এম অ্যান্ড এসসহ আরও অনেক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালে এটি অস্ট্রেলিয়ায় আরেকটি বড় তথ্য ফাঁসের ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ান সুপার ও নাইন মিডিয়া বড় ধরনের তথ্য ফাঁসের মুখে পড়ে। চলতি বছরের মার্চে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে বলা হয় ২০২৪ সাল ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তথ্য নিরাপত্তা সংকটের বছর।
অস্ট্রেলিয়ার তথ্য গোপনীয়তা কমিশনার কার্লি কিন্ড সতর্ক করে বলেছেন, “সাইবার হামলার ঝুঁকি এখনই কমবে না। প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তিনি সরকারি ও বেসরকারি সব খাতকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- ২৪ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের অনীহা, বিনিয়োগ ১০% শতাংশের নিচে
- উদ্যোক্তা পরিচালকের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা