ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

খোঁজ মিলল আয়াতুল্লাহ খামেনির, দিবেন জাতির উদ্দেশ্যে ভাষণ

২০২৫ জুন ২৬ ১৬:৫০:১৮

খোঁজ মিলল আয়াতুল্লাহ খামেনির, দিবেন জাতির উদ্দেশ্যে ভাষণ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানানো হয়, তার ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, খামেনির ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে জানা যায়, যুদ্ধকালীন সময়ে তিনি তার নিয়মিত বাসভবন ছেড়ে নিরাপদ এক বাংকারে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধবিরতির পর থেকে তার কোনো জনসমক্ষে উপস্থিতি দেখা যায়নি, এমনকি ইলেকট্রনিক যোগাযোগ থেকেও বিচ্ছিন্ন ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিবিসি জানিয়েছে, দীর্ঘ যুদ্ধের পর ইরানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ব্যাপকভাবে বদলে গেছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশে ফিরে খামেনি এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হবেন যেখানে ধ্বংসস্তূপ, অসন্তোষ ও ক্ষোভ অপেক্ষা করছে।

৮৬ বছর বয়সী খামেনির আশ্রয়স্থল এতটাই গোপন ছিল যে শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান-ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খামেনির বিরুদ্ধে হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।

বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে এসে খামেনি হয়তো নিজেকে সংঘাতে বিজয়ী দাবি করবেন, কিন্তু বাস্তবতা তার জন্য কঠিন হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বহু শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন এবং ইরানের পারমাণবিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি ধসে পড়েছে, আর এক সময়ের বড় তেল রপ্তানিকারক দেশ এখন দরিদ্রতার মুখে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছি: প্রধান উপদেষ্টা

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ... বিস্তারিত