ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল জাপান: আঞ্চলিক প্রভাব নিয়ে জল্পনা
.jpg)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি সংবিধান চালু করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ জাপান। এর পর প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (২৪ জুন) এই পরীক্ষা চালায় দেশটি।
আজ বুধবার (২৫ জুন) মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, 'চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।'
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের শিজুনাই অ্যান্টি-এয়ার ফায়ারিং রেঞ্জে সম্প্রতি টাইপ-৮৮ স্বল্প-পাল্লার সারফেস-টু-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটির গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স। ১ম আর্টিলারি ব্রিগেড দ্বীপটির দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৪ মাইল) দূরে একটি মানবহীন নৌকাকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এর আগে জাপান বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এবারই প্রথম তারা নিজস্ব ভূখণ্ডে এ ধরনের পরীক্ষা চালাল। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার আরও একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, 'এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল এশিয়ায় উত্তেজনা বাড়িয়ে তুলবে তাই নয় বরং ভবিষ্যতে সম্ভাব্য বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও সৃষ্টি করছে দেশটির জন্য।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একটি শান্তিপূর্ণ সংবিধান প্রণয়ন করে, যেখানে কেবল আত্মরক্ষার জন্য সামরিক শক্তি ব্যবহারের অনুমতি ছিল। তবে ২০২২ সালে দেশটি একটি নতুন পাঁচ বছর মেয়াদি নিরাপত্তা কৌশল গ্রহণের মাধ্যমে সেই অবস্থান থেকে সরে আসে। এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা সামরিক উপস্থিতি ও প্রভাব মোকাবিলা করা।
এই কৌশলের অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। চলতি বছরের শেষদিকে দেশটি যুক্তরাষ্ট্র থেকে কেনা টমাহকসহ দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে যাচ্ছে।
এছাড়া জাপান নিজস্ব প্রযুক্তিতে উন্নত টাইপ-১২ ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালাচ্ছে, যার পাল্লা হবে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল), যা পুরোনো টাইপ-৮৮ ক্ষেপণাস্ত্রের তুলনায় দশ গুণ বেশি। উল্লেখ্য, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি ট্রাক-ভিত্তিক টাইপ-৮৮ গাইডেড মিসাইলের বর্তমান পাল্লা প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল)।
জাপান বর্তমানে পশ্চিম প্রশান্ত মহাসাগরের জনবসতিহীন দ্বীপ মিনামিটোরিশিমায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। এই স্থানে সামরিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো দুটি চীনা বিমানবাহী রণতরীকে টহল দিতে দেখা যায়।
সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় সম্ভাব্য উত্তেজনার পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস