ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ভারতে ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৫ ১৩:৫৭:০৫
ভারতে ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে যুক্তরাজ্যের একটি এফ-৩৫ যুদ্ধবিমান। শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআই জানায়, যুদ্ধবিমানটি একটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল এবং জ্বালানি স্বল্পতার কারণে পাইলট জরুরি অবতরণের জন্য অনুমতি চান।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে এবং নিরাপদভাবে বিমানটির অবতরণ নিশ্চিত করে। বর্তমানে বিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলে বিমানটিতে জ্বালানি সরবরাহ শুরু হবে বলে সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত