ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেল ইসরাইল
গাজার দিকে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়, ইতালি থেকে রওনা হওয়া জাহাজটি গাজার উপকূল ছোঁয়ার আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।
জাহাজটিতে ১৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পরিবেশকর্মীরা রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলের ফ্রিডম ফ্লোটিলা সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য রিমা হাসান এবং তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মীও আছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে বলেন, "সেলিব্রেটিদের বহনকারী তথাকথিত ‘সেলফি জাহাজ’কে রবিবার মধ্যরাতে আমাদের উপকূলে আনা হয়েছে। জাহাজের সব ক্রু আমাদের হেফাজতে নিরাপদে রয়েছেন এবং তাদের খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। নাটক এখানেই শেষ।"
অন্যদিকে ঈদুল আজহার মধ্যেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ঈদের তৃতীয় দিন রবিবার (৮ জুন) গাজায় ভয়াবহ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মৃতদেহ এবং ৩৯৩ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকেই চিকিৎসা পাচ্ছেন না কারণ হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম ও ক্ষমতা নেই।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এ অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন কিন্তু উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।
ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, “গাজা সিটিতে ভবনে হামলা চালানো হচ্ছে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)