ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেল ইসরাইল
গাজার দিকে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করেছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়, ইতালি থেকে রওনা হওয়া জাহাজটি গাজার উপকূল ছোঁয়ার আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।
জাহাজটিতে ১৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পরিবেশকর্মীরা রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলের ফ্রিডম ফ্লোটিলা সমন্বয়ক থিয়াগো অ্যাভিলা, ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য রিমা হাসান এবং তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকারকর্মীও আছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে বলেন, "সেলিব্রেটিদের বহনকারী তথাকথিত ‘সেলফি জাহাজ’কে রবিবার মধ্যরাতে আমাদের উপকূলে আনা হয়েছে। জাহাজের সব ক্রু আমাদের হেফাজতে নিরাপদে রয়েছেন এবং তাদের খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। নাটক এখানেই শেষ।"
অন্যদিকে ঈদুল আজহার মধ্যেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ঈদের তৃতীয় দিন রবিবার (৮ জুন) গাজায় ভয়াবহ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মৃতদেহ এবং ৩৯৩ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকেই চিকিৎসা পাচ্ছেন না কারণ হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম ও ক্ষমতা নেই।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এ অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন কিন্তু উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।
ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, “গাজা সিটিতে ভবনে হামলা চালানো হচ্ছে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে