ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ফুটবল ইতিহাসে আরও এক কালো অধ্যায়; নিহ’ত ২
ফুটবল ইতিহাসে রচিত হয়ে গেল আরও এক কালো অধ্যায়। খরা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা হাতে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ফাইনালে ইন্টার মিলানকে রীতিমতো বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্টরা। তবে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ রূপ নিয়েছে সহিংসতায়।
স্থানীয় সময় শনিবার (৩১ মে) রাতে মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষ হওয়ার পরই প্যারিসে শুরু হয় উদযাপন। তবে এই উদযাপন অল্প কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় বিশৃঙ্খলায়। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে কড় পর্দায় দেখানো হয়েছিল খেলা। খেলা শেষে বিশাল মিছিল বের হয় চ্যাম্পস-এলিস অ্যাভিনিউতে।
এ সময় আতশবাজি, পটকা এবং পুলিশের দিকে ছোড়া বস্তু—সবকিছু মিলিয়ে রাস্তাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় উগ্র সমর্থকদের।
এ সময় কেউ কেউ দোকানপাট লুট করার চেষ্টাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান ব্যবহার করেন। ওই রাতেই আটক হন অন্তত ২৯৪ জন।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, দুপুর পর্যন্ত আটক করা হয়েছে মোট ৫৫৯ জনকে। এ সময় পুলিশ ও দর্শকের হাতাহাতিতে প্রাণ হারান দুইজন।
সংঘর্ষের কারণে সাময়িকভাবে মেট্রো সার্ভিস বন্ধ রাখতে হয়। কারণ এ সময় কিছু উত্তেজিত সমর্থক রেললাইনে নেমে পড়েছিলেন। ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পিএসজি তারকা উসমান ডেম্বেলেকে নিজেই ভক্তদের শান্ত থাকতে অনুরোধ জানাতে হয়। ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উদযাপন করুন অবশ্যই, তবে প্যারিসে কোনো ধ্বংসযজ্ঞ ছাড়া।”
দুইজন নিহত হওয়ার ঘটনায় এটাকে ফুটবল ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করছেন অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির