ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের মৃ-ত্যু

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটিতে অন্তত ২ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১৭২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, কলেরায় আক্রান্তদের ৯০ শতাংশই রাজধানী খার্তুমের বাসিন্দা। সম্প্রতি খার্তুমে একাধিক ড্রোন হামলার কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই হামলার জন্য দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে দেশের সেনাবাহিনীর সঙ্গে এই বাহিনী সংঘর্ষে জড়িয়ে আছে।
সুদানের দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলেও কলেরার প্রভাব দেখা যাচ্ছে। পূর্বে আফ্রিকায় এই দেশটিতে কলেরা মহামারির আকার ধারণ করেছিল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নানা পদক্ষেপের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু যুদ্ধের কারণে সম্প্রতি আবারো কলেরার প্রকোপ বেড়েছে।
এমএসএফ খার্তুমের মেডিকেল কোঅর্ডিনেটর সোলায়মান আম্মার বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি পরিশোধন কেন্দ্রগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না, ফলে নীল নদীর পানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।
কলেরা একটি তীব্র ডায়রিয়া-জনিত রোগ, যা দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো চিকিৎসা না পেলে এটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে পরিষ্কার পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যুদ্ধের কারণে সুদানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পথে। দেশটির চিকিৎসকদের সংগঠন ডক্টরস ইউনিয়ন বলছে, ৯০ শতাংশের বেশি হাসপাতাল লড়াইয়ের কারণে রোগীদের সেবা দেওয়া বন্ধ রাখতে হয়েছে। হাসপাতালগুলোতে হামলা ও লুটপাটের ঘটনাও বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা
- ‘বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে’
- কমোডিটি ডেরিভেটিভ যুগে প্রবেশ করছে দেশের শেয়ারবাজার