ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের মৃ-ত্যু

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটিতে অন্তত ২ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১৭২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, কলেরায় আক্রান্তদের ৯০ শতাংশই রাজধানী খার্তুমের বাসিন্দা। সম্প্রতি খার্তুমে একাধিক ড্রোন হামলার কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই হামলার জন্য দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে দেশের সেনাবাহিনীর সঙ্গে এই বাহিনী সংঘর্ষে জড়িয়ে আছে।
সুদানের দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলেও কলেরার প্রভাব দেখা যাচ্ছে। পূর্বে আফ্রিকায় এই দেশটিতে কলেরা মহামারির আকার ধারণ করেছিল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নানা পদক্ষেপের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু যুদ্ধের কারণে সম্প্রতি আবারো কলেরার প্রকোপ বেড়েছে।
এমএসএফ খার্তুমের মেডিকেল কোঅর্ডিনেটর সোলায়মান আম্মার বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি পরিশোধন কেন্দ্রগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না, ফলে নীল নদীর পানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।
কলেরা একটি তীব্র ডায়রিয়া-জনিত রোগ, যা দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো চিকিৎসা না পেলে এটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে পরিষ্কার পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যুদ্ধের কারণে সুদানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পথে। দেশটির চিকিৎসকদের সংগঠন ডক্টরস ইউনিয়ন বলছে, ৯০ শতাংশের বেশি হাসপাতাল লড়াইয়ের কারণে রোগীদের সেবা দেওয়া বন্ধ রাখতে হয়েছে। হাসপাতালগুলোতে হামলা ও লুটপাটের ঘটনাও বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন