ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ০৬ ১৬:৩৬:৫৮
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত

আজ (৬ আগস্ট) বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে টাকার অংকে লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ। আর এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো- এনসিসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সিএসইতে আজ ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৫ কোটি ২৭ লাখ টাকা। এই লেনদেন সর্বোচ্চ অবদান ছিল এনসিসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের।

এদিন সিএসইতে এই দুই ব্যাংকের ৪৪ কোটি ২১ লাখ টাকার বেশি। ব্যাংক দুটির মধ্যে এনসিসি ব্যাংকের লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ টাকার বেশি। আজ সিএসইতে এনসিসি ব্যাংকের সর্বশেষ দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। এদিন শেয়ারটির দর ১২ টাকা ৬০ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সায উঠানামা করেছে।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি। এদিন সিএসইতে ব্যাংকটির সর্বশেষ দর ছিল ৬৯ টাকা ৫০ পয়সা। আজ সিএসইতে শেয়ারটির দর ৬৭ টাকা ৩০ পয়সা থেকে ৬৯ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত