ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
স্বাভাবিক পতনেও বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

একদিন বন্ধ থাকার পর আজ বুধবার (০৬ আগস্ট) আবারও লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। এর আগে টানা তিন কর্মদিবস রেকর্ড উত্থানের পর গত ৪ আগস্ট স্বাভাবিক দর সংশোধনে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়। সেই ধারা আজও অব্যাহত থাকে। তবে আজকের পতনও স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণে বাজারে সূচক যদি ৩দিন বাড়তে পারে তেমনি কমতেও পারে। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (০৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। একটানা উত্থানের ফলে ১০ মিনিটের মধ্যেই সূচক আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৪১ পয়েন্টে। কিন্তু এরপর সূচক কিছুটা নিম্নমুখী হলেও আবারও উপরে উঠতে দেখা গেছে। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিট পর সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার পর সূচক কিছু সময়ের জন্য ঊর্ধ্বমুখী হলেও আবারও একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৭১.১৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩.৯৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৮৪টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯১১ কোটি ৭৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২১ কোটি ৭৮ রাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৬.১৯ পয়েন্ট কমেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন