ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শেয়ারবাজার: সূচক ও লেনদেনে নতুন উচ্চতা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের প্রত্যাশা ছুঁয়ে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ধারাবাহিকভাবে রেকর্ড হচ্ছে। যার ফলে ক্রমান্বয়ে কমছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ। আগামীদিনগুলোতে এ ধারাবাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। একই সঙ্গে লেনদেন ২ হাজার কোটি টাকা স্পর্শ করার সম্ভাবনায় হাঁটছে। তবে স্থিতিশীলতা ধরে রাখতে এই মহুর্তে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (০৩ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। টানা উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৬.১৪ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১ অক্টোবর, ২০২৪ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৫৮৬.২৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩.৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫০.৪৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৮টির দর বেড়েছে, ১৫২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ আগস্ট, ২০২৪ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৭৪ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭২.৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৮১.৭১ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি