ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
অর্থবছরের প্রথম মাসেই রপ্তানি ৪৭৭ কোটি ডলার
.jpg)
নতুন ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই রপ্তানি আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি ৫ লাখ (৪.৭৭ বিলিয়ন) মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৯ শতাংশ বেশি।
সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই রপ্তানি আয়ের সিংহভাগই এসেছে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। জুলাই মাসে ৩৯৬ কোটি ২৬ লাখ (৩.৯৬ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪.৬৭ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার থেকে এসেছে ২১৭ কোটি ৮৬ লাখ ডলার (২৬.০১% প্রবৃদ্ধি) এবং ওভেন পোশাক থেকে এসেছে ১৭৮ কোটি ৩৯ লাখ ডলার (২৩.০৮% প্রবৃদ্ধি)।
পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও রপ্তানির ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ২৯.৬৫ শতাংশ বেড়ে ১২ কোটি ৭৩ লাখ ডলারে পৌঁছেছে। এছাড়া, হোম টেক্সটাইল রপ্তানিতে ১৩.২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়ে আয় হয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলার। কৃষি পণ্যের রপ্তানি আয়ও ১২.৮৬ শতাংশ বেড়ে ৯ কোটি ৫ লাখ ডলারে দাঁড়িয়েছে।
ইপিবির তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৫৭.৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি আশা করা হচ্ছে প্রায় ১২.৪৪ শতাংশ। কেবল পোশাক খাত থেকেই ৪০.৪৮ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রপ্তানি পরিসংখ্যানে বড় ধরনের গরমিল ধরা পড়ার পর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তাদের তথ্য সংশোধন করে। সংশোধিত হিসাব অনুযায়ী, বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত রপ্তানি আয় ছিল ৪৪.৪৭ বিলিয়ন ডলার, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ৪.২২ শতাংশ কম ছিল। পূর্বের অসঙ্গতিপূর্ণ পরিসংখ্যানে গত দুই অর্থবছরের রপ্তানি আয় প্রকৃত আয়ের চেয়ে প্রায় ১৯.৮৩ বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা