ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো ওসমান হাদির জানাজা

২০২৫ ডিসেম্বর ২০ ১৪:৪৭:০৯

লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো ওসমান হাদির জানাজা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় লাখো মানুষের উপস্থিতিতে শেষকৃত্য প্রক্রিয়া সম্পন্ন হয়।

জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উক্ত সময়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় জনসমাগম লক্ষণীয় ছিল। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা মানুষের ঢলে পরিণত হয়।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সার্জারি করা হয়। পরিবারের ইচ্ছায় পরে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ওসমান হাদির মৃত্যুর কারণে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত