ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

জানাজার আগে জাতির বিবেকের কাছে হাদির ভাইয়ের প্রশ্ন

২০২৫ ডিসেম্বর ২০ ১৫:১৭:০৪

জানাজার আগে জাতির বিবেকের কাছে হাদির ভাইয়ের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার মাঝে লাখো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার আগে আবু বকর সিদ্দিক একটি আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “ওসমান হাদির সন্তানের বয়স এখন ৮ মাস। সন্তান জন্মের পর সে আমাকে বলেছিল, ভাই, আমার সন্তানের জন্য এমন একটি নাম দিন যাতে বিপ্লবী চেতনা থাকে এবং সাহসিকতার পরিচয় বহন করে। আমরা তাকে দিয়েছি ‘ফিরনাস’ নাম, অর্থাৎ বিপ্লবী ও সাহসী। আজকে তার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন এবং জ্ঞান হারাচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমাদের ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান। আজ তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আমি আপনাদের কাছে কোনো দাবিই রাখি না, শুধু একটি প্রশ্ন রাখি: ৭-৮ দিন কেটে গেছে, প্রকাশ্য দিবালোকে খুনি গুলি চালিয়ে পার পেয়ে যায়, তাহলে আমরা এর থেকে লজ্জিত হয়ে কী করব? যদি সীমান্ত পার হয়, ৫-৭ ঘণ্টার মধ্যে কীভাবে যেতে পারে, সেটি জাতির কাছে প্রশ্ন রেখে যাই।”

গত ১২ ডিসেম্বর, দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় মারা যান।

পরদিন, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দর এলাকায় হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কফিন দেশে আনা হয় এবং সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়।

হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত