ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ঢাবিতে উত্তেজনা: বামপন্থি ও শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র) এলাকায় ছাত্রশিবিরের আয়োজিত এক প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে নিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আব্দুল কাদের মোল্লার মতো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি টানানো হয়।
এই ঘটনার পরপরই বামপন্থী ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানায় এবং এর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের আপত্তির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবিরের সাথে কথা বলে ছবিগুলো সরিয়ে ফেলতে পদক্ষেপ নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ে বিভিন্ন অভিযোগ এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।"
তবে ছবি সরিয়ে ফেলার পরও উত্তেজনা কমেনি। সর্বশেষ খবর অনুযায়ী, ছাত্রশিবিরের নেতাকর্মীরা টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, অন্যদিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ