ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঢাবিতে উত্তেজনা: বামপন্থি ও শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৫ ২০:৪০:৩০
ঢাবিতে উত্তেজনা: বামপন্থি ও শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র) এলাকায় ছাত্রশিবিরের আয়োজিত এক প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে নিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আব্দুল কাদের মোল্লার মতো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি টানানো হয়।

এই ঘটনার পরপরই বামপন্থী ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানায় এবং এর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের আপত্তির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবিরের সাথে কথা বলে ছবিগুলো সরিয়ে ফেলতে পদক্ষেপ নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ে বিভিন্ন অভিযোগ এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।"

তবে ছবি সরিয়ে ফেলার পরও উত্তেজনা কমেনি। সর্বশেষ খবর অনুযায়ী, ছাত্রশিবিরের নেতাকর্মীরা টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, অন্যদিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

পুলিশ সংস্কার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

পুলিশ সংস্কার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী ১৬টি সংস্কারকাজ ইতোমধ্যে... বিস্তারিত