ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে নতুন করে পাঁচজন শিক্ষাবিদ সদস্য মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। আগামী তিন বছরের জন্য তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন মনোনীত সদস্যরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারার আওতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাঁদের এই মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাবির সিনেটে মোট সদস্য সংখ্যা ১০৫। এর মধ্যে পাঁচজন শিক্ষাবিদ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের মনোনয়নে থাকেন। এছাড়া সিনেটের সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, সরকার মনোনীত কর্মকর্তারা, সংসদ সদস্য, গবেষণা প্রতিষ্ঠান, অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ডাকসুর মনোনীত প্রতিনিধিরা।
সাধারণত প্রতি বছর জুনে সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে এ বছর প্রশাসনিক জটিলতায় তা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সিনেটের ২৫ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদ ১৫ জুন শেষ হয়ে যাওয়ায় এবং কিছু রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক থাকায় এবারের অধিবেশন বিলম্বিত হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকেও সময়মতো প্রতিনিধি মনোনয়ন না আসায় সিনেট অধিবেশন আয়োজন সম্ভব হয়নি বলে তিনি জানান।
তিনি বলেন, “এটি আমাদের অবহেলা নয় বরং প্রশাসনিক জটিলতার ফল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- বড় পতনের মধ্যেও শেয়ারবাজারে বিনিয়োগের নতুন ঢেউ