ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
সম্প্রতি কুয়েত সরকার দেশটির প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আলোচিত এই সংবাদটি আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এবং কুয়েতি দৈনিক আল-কাবাস-এর বরাতে ডেইলি অবজার্ভার জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নাগরিকত্ব পাওয়া ‘প্রতারকদের’ চিহ্নিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কুয়েতে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে।” এমনকি সাবেক ও বর্তমান মন্ত্রী ও সাংসদরাও এই তদন্তের আওতায় রয়েছেন।তিনি আরও জানান, কয়েকটি দেশের সঙ্গে যৌথ সমন্বয়ে এসব তদন্ত চালানো হচ্ছে, এবং যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে।
এই অভিযানের আওতায় এক বছরেরও বেশি সময় ধরে গঠিত একটি সর্বোচ্চ কমিটি প্রতিটি নাগরিকত্বের বৈধতা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে। চলতি বছর থেকে অভিযান আরও জোরদার হওয়ায় নাগরিকত্ব বাতিলের সংখ্যা দ্রুত বাড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে।উল্লেখ্য, কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়।
বর্তমানে কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যার বড় একটি অংশই বিদেশি নাগরিক। কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অনেক বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। তবে নাগরিকত্ব নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হলো দেশটির প্রায় ১ লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষের (বেদুইন) সমস্যা, যা রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে এখনও অমীমাংসিত রয়ে গেছে।
সরকারি ভাষ্যমতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে—অবৈধ নাগরিকত্ব বাতিল করে কুয়েতের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্য রক্ষা করা। কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থেও’ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়