ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১১ ১৯:২১:৫৮
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েত সরকার দেশটির প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আলোচিত এই সংবাদটি আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এবং কুয়েতি দৈনিক আল-কাবাস-এর বরাতে ডেইলি অবজার্ভার জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নাগরিকত্ব পাওয়া ‘প্রতারকদের’ চিহ্নিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কুয়েতে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে।” এমনকি সাবেক ও বর্তমান মন্ত্রী ও সাংসদরাও এই তদন্তের আওতায় রয়েছেন।তিনি আরও জানান, কয়েকটি দেশের সঙ্গে যৌথ সমন্বয়ে এসব তদন্ত চালানো হচ্ছে, এবং যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে।

এই অভিযানের আওতায় এক বছরেরও বেশি সময় ধরে গঠিত একটি সর্বোচ্চ কমিটি প্রতিটি নাগরিকত্বের বৈধতা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে। চলতি বছর থেকে অভিযান আরও জোরদার হওয়ায় নাগরিকত্ব বাতিলের সংখ্যা দ্রুত বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে।উল্লেখ্য, কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়।

বর্তমানে কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যার বড় একটি অংশই বিদেশি নাগরিক। কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অনেক বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। তবে নাগরিকত্ব নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো দেশটির প্রায় ১ লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষের (বেদুইন) সমস্যা, যা রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে এখনও অমীমাংসিত রয়ে গেছে।

সরকারি ভাষ্যমতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে—অবৈধ নাগরিকত্ব বাতিল করে কুয়েতের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্য রক্ষা করা। কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থেও’ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত