ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
নারী শিক্ষার্থীদের হুমকির প্রতিবাদে 'এসিটি'র সংবাদ সম্মেলন
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হল রাজনীতি বন্ধের কথা বলায় কয়েকজন ছাত্রীকে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করছে। এতে উদ্বেগ জানিয়ে প্রতিবাদ জানিয়েছে ঢাবি নারী শিক্ষার্থীদের সংগঠন "অ্যাকশান ফর কমিউনিটি ট্রান্সফরমেশন।" হেনস্তার শিকার ছাত্রীরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহান।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তারা।
তারা বলেন, এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি নারীদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা হরণ। নারীর এই অবমাননা কেবল নারী শিক্ষার্থীদের প্রতি অবিচার নয় বরং সমাজের জন্য একটি হুমকি যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি হুমকি।
লিখিত বক্তব্যে অভিযোগ করে আরবি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহিয়া বিনতে মামুন বলেন, ঢাবি হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে নামার পর আমাদের বোনদের (উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহান) সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্তা ও অবমাননার শিকার হতে হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রোফাইলে ও কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবননাশের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এরূপ অকথ্য ভাষায় অনলাইন বুলিং, মানসিক অত্যাচার নারী শিক্ষার্থীদের জীবনের জন্য হুমকিস্বরূপ।
নারীর অধিকার রক্ষায় নিজেদের অবস্থান জানান দিয়ে তিনি আরও বলেন, আমরা ঢাবির পাওয়ার পলিটিক্স, সিট বাণিজ্য সহ সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবো। হিজাবফোবিয়া একটি ঘৃণিত অপরাধ, আমরা পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি। সাইবার বুলিং, নারী নিপীড়ন এবং সব মতাদর্শের নারীদের সাথে অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং নারীর মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার রক্ষায় আমরা একত্রিত ও সোচ্চার।
এসময় তারা সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে ঢাবি নারী শিক্ষার্থী ও ইসলামিক ছাত্রী সংস্থার ছবি নিয়ে সাইবার বুলিং এবং অবমাননাকর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস