ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

অর্থনীতি আর আইসিইউতে নেই, জানুয়ারিতে ওয়ার্ডে ফিরবে : অর্থ উপদেষ্টা

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ১২ ২০:৪৯:০৯
অর্থনীতি আর আইসিইউতে নেই, জানুয়ারিতে ওয়ার্ডে ফিরবে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশে অর্থনীতির অবস্থা এক বছরের কর্মপরিকল্পনার পর 'আইসিইউ থেকে পে' (হাই ডিপেনডেন্সি ইউনিট) পর্যায়ে পৌছেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি 'ওয়ার্ড' পর্যায়ে পৌঁছাবে।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, খাদের কিনারা থেকে শুরু হওয়া সংকট এখন কেবিনে ফিরার পর্যায়ে নেই; তবে দেশের গরিব অর্থনীতি কেবিনে ফিরে না ওয়ার্ড পর্যন্ত যেতে পারে—এরপরই সম্পূর্ণ সুস্থতা অর্জন সম্ভব।

অর্থ উপদেষ্টা জানালেন, ডিসেম্বরের মধ্যে কিছু জরুরি অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হবে। ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা স্বাভাবিক সংস্কার চালিয়ে যেতে পারবেন; তবে রাজনৈতিক বাধার বিষয়ে সতর্ক করেন তিনি।

ব্যবসায় সেক্টরের আস্থা ফেরানো এখনও একটি বড় চ্যালেঞ্জ, উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বজুড়ে অনিশ্চয়তা বিরাজমান। ট্রাম্পই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার খেলোয়াড়।” নতুন সরকারের পলিসি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ব্যবসায়ীরা হয়তো আরও কম অস্থির হয়ে উঠছে, তবে ১০০% নিশ্চয়তা পৃথিবীর কোনো ব্যবসায় নেই।”

ব্যাংক খাতের রেগুলেটরি সংকট স্বীকার করে বলেন, অনেক ব্যাংক এখনও আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। সরকার পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে, এবং তিনি আশ্বাস দিয়েছেন: “কোনো আমানতকারীর টাকা হারাবে না।” পুনর্গঠন প্রক্রিয়ায় কিছু ব্যাংকের অনাগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়।

এক বছরের পরিস্থিতি বিশ্লেষণ করে ড. সালেহউদ্দিন বলেন, ফলাফল মোটামুটি ভালো—মূল্যস্ফীতি কমেছে, ব্যাংকখাতে স্থিতিশীলতা ফিরে এসেছে, ব্যালেন্স অব পেমেন্ট ও রিজার্ভ পরিস্থিতি উন্নত হচ্ছে। তিনি জানান, একটা পরিষ্কার পথ শুরু হয়েছে, যদিও দ্রুত এগোলে আরও ভালো হতো, এবং কাজেই কিছু ভুল-ত্রুটি থাকতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত