ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ০৬ ১৮:২৬:৩৫
‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসিকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণের শর্ত পূরণ করায় কোম্পানিটির এ উন্নতি হয়েছে।

বুধবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ তথ্য নিশ্চিত করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং তা নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। এটি ক্যাটাগরি পরিবর্তনের একটি প্রধান শর্ত হওয়ায় ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে 'এ' ক্যাটাগরিতে উন্নীত করেছে।

এই ক্যাটাগরি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বুধবার (০৬ আগস্ট) থেকেই ইউনাইটেড ফাইন্যান্স ‘এ’ ক্যাটাগরির আওতায় শেয়ার লেনদেন শুরু করেছে। এটি বাজারে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন এবং আর্থিকভাবে সুসংগঠিত অবস্থানকে তুলে ধরে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত